পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ । ১১৭ ন করাইয়া আপেনডিক্সের সপ্তমাকৃতির চিত্রের মত তাম্র খণ্ড সংযুক্ত তারের মুখে কোন বিদ্যুৎ গ্রাহক ধাতু খণ্ড বদ্ধ করত ভূমিতে প্রোথিত করা হইলে (যেৰূপ তার যুক্ত ছ, চিহ্নিত আছে) এবং দস্ত খণ্ড সংযুক্ত তারে যে এঃ, চিহ্নিত আছে তন্মত তাহার প্রান্তভাগে এক খণ্ড । ধাতু বদ্ধ করা হইলে ঐ তার দ্বয়ের দুই মুখ স্পর্শ না করান হইলেও বিদ্যুতের গতি হইবে। কেন না পৃথিবী স্বয়ং বিদ্যুৎ গতি গ্রাহক বস্তুণ ১০২। মনুষ্য মুবুদ্ধি শক্তিতে যত বিষয় প্রকাশ করিয়াছেন তন্মধ্যে বিদ্যুতীয় প্রবাহের দ্বারা সংবাদ অনিয়ন করা এবং প্রেরণ করা অত্যা- . শ্চর্য্য, কারণ এক স্থানে যন্ত্র স্থাপনপূর্বক ঐ যন্ত্র সংস্পর্শপুৰ্ব্বক খুঁটির উপর ধাতু নিৰ্ম্মিত তার বিস্তার করত্ব তদ্বারা বিদ্যুতের গতি হইয়া পুনঃ তাহ ভূমির মধ্য দিয়া প্রত্যাগতি হওত সংবাদ আইসে । খুঁটির উপরস্থ তার দিয়া বিদ্যুতের গতি হয় অথচ তদুপরি যে কাক চিলপ্রভৃতি বলিয়। থাকে তাহাদিগের এবং ভূমির মধ্য দিয়া যে