পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ইলেকট্রিক টেলিগ্রাফ। ক্রমে বিশ্বাস করেন না যে বিদ্যুতীয় সাধনের দ্বারা এই মহান ব্যাপার মুসাধ্য হইয়াছে, যেহেতু তাহারা সকলেই বলিয়া থাকেন এবং তা. হাদিগের বৃদ্ধ পরম্পরায় এই গাঢ় সংস্কার অাছে, যে আকাশ মণ্ডলে বিছুTল্লতা নামী এক স্বৰূপ। কন্যা বাস করিয়া থাকেন, যখন২ নভোমণ্ডল জীমূতাবৃত হয় তখনই সেই কন্যার আত্ম অনুপম ৰূপের কোট্যংশের একাংশ প্রকাশ হই। বায় জীমূতবাহন (দেবরাজ ইন্দ্র) মুগ্ধ হইয়। ঐ কন্যা প্রাপণাভিলাষে দধিচি মুনির অস্থি নিস্মিত বিষম বজাস্ত্র নিঃক্ষেপ করিয়া থাকেন, কিন্তু বিদুল্লিত। এমত চঞ্চল যে ইন্দ্ৰ যত পারিপাট্যৰূপেই বজ্র নিঃক্ষেপ করেন কোন ক্রমে তাঙ্গকে আয়াত্ত ও ধৃত করিতে পারেন না। যাহারাশাস্ত্রকারদিগের লিখনের ভাবে ও মৰ্ম্মে প্রবিষ্ট ন৷ হইয়া কেষলশদার্থমত সংস্কারাপন্ন হইয়াছেন তাহাদিগের বুদ্ধিতে ইহা অনায়াসে উপলব্ধ ও অনুভূত হইতে পারে না যে পরমেশ্বরের স্বস্ট তাপকাদি পদার্থের মতবিদ্যুৎ এক প্রকার সুক্ষ পদার্থ এবং সেই বিদ্যুৎ সমস্ত স্বস্ট বস্তুতে