পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ ইলেকট্রিক টেলিগ্রাফ। যন্ত্র সহকারে লিখিয়া দেখান যায় তদ্বিষয় প্রকাশ করণের পূর্ব তদনুষ্ঠানিক বিবরণ লিখনাবশ্যক দেখিতেছি, কেননা তদ্বিষয়ঘটিত যথাসম্ভব না লিখিলে অম্মদেশীয় অনেকে তাহার ভাব যে বুঝিবেন, এমত প্রত্যাশা করিতে পারি না, যদিও তাহাতে পুস্তক বাহুল্য হয় বটে, তথাপি তাহর সারভাগ সংগ্রহপূর্বক নিম্নে সঙ্কলন করিলাম”। مارچ ১৮৫। প্রথমতঃ একখানা কোমল লোহকে রেশম জড়ান তামার তারে যেৰূপ ত্রয়োদশ প্রতিকৃতির চিত্রেতে দেখিতেচ্ছ, ঠিক সেই ভাবে জড়াইতে হইবে, কিন্তু এইৰূপ জড়াইলেই যে ঐ লোহে বিদ্যুতীয় চিহ্ন প্রকাশ পাইবে এমত নহে, তবে ঐ প্রতিকৃতির যে স্থানে + চিহ্ন দেখিতেছ বা—এই চিহ্ন দেখিতেছ, তাঁহা ঐ মণ্ডিত রেশমাবৃত তামার তারের দুই প্রান্তভাগ জানিকে। এই দুই প্রান্তভাগ পূৰ্ব্ব কথিত বলতা সাহেবের কৃত যন্ত্রের সহিত সংশ্ৰব করিলে তাহাতে বিদ্যুতীয় প্রবাহ প্রবিষ্ট হইয়। ঐ চক্রা- . কার লৌহখণ্ড চুম্বক ধৰ্ম্মি হইয়া উঠিবে।