পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮০ ইলেকট্রিক টেলিগ্রাফ। গিয়াছে তাহ কি তাহার নকল, দোষ সাব্যন্ত করণ কি হুকুম কি বিচারের সঙ্গে, ঐ পরওয়ানাক্রমে, পাঠান যাইবেক, এবং যদি দোষ সাব্যস্ত করণের কি হুকুমের কি বিচারের উপর এলাকা দুষ্ট না হয়, কিন্তু যে সাক্ষ্য লওয়া গিয়াছে তাঁহাতে ঐ ক্রটির প্রতিকর হয়, তবে ঐ সাক্ষ্যেতে ঐরুপে যাহা দৃষ্ট হয় ও দ্বারা ঐ দোষ সাব্যস্ত করণ কি হুকুম কি বিচারে সাহায্য হইবেক ইতি । মজিষ্ট্রেট সাহের আপন আসিষ্টাণ্টের প্রতি নালিশ অর্পণ করিতে পারেন ।] ১৮ ব:র । এই অfইনের দ্বার। যে অপরাধের কেবল জরীমানার -দগু হইতে পারে তাম্বার কোন নালিশ মজিষ্ট্রেট সাহেব বিচার ও নিম্পত্তি করিবার নিমিত্ত্বে আপনার কোন আসিষ্টণ্ট সাহেবের নিকটে, কিম্ব চিহ্নিত আসিষ্টাণ্টের ক্ষমতাক্রমে কাৰ্য্য করিতে আইনমতে নিযুক্ত কোন ডেপুটী মাধিষ্ট্রেটের নিকটে, অর্পণ করিতে পারেন। এর বিচারকতা কর্মকারি এমত আসিষ্ট্রট সাহেবেরদের কি ডেপুটা মাক্তিষ্ট্রেটেরদের প্রতি আপিত ফৌজদারী মোকদ্দমার বিষয়ে যে সকল বিধি খাটে সেই বিধির অধীনে, উক্ত প্রকার গতিকে এমত প্রত্যেক আসিষ্টাণ্ট সাহেব কি ডেপুটী মাজিষ্ট্রেট, মাঙ্গিষ্ট্রেট সাহেবের প্রতি অপিত সকল ক্ষমতানুসারে কার্য্য করিতে পরিবেন ইতি । 2 গবর্ণমেণ্ট আসিষ্টাণ্ট সাহেবেরদিগকে ও ডেপুটী মাড়িষ্ট্রেটদিগকে বিশেষ ক্ষমতামতে কার্য করিবার শক্তি দিতে পারেন ।] *: ১৯ ধারা । মাজিষ্ট্রেট সাহেব আসিষ্টণ্ট সাহেবের কিন্তু! ডেপুটা মাজিষ্ট্রেটের প্রতি কোন মোকদম অর্পণ করিলে তাহারা এই আইনক্রমে যে ক্ষমতামতে কার্য, করিতে পারেন, মজিষ্ট্রেট সাহেব অৰ্পণ না করিলেও এর্মত কোন