পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} e ইলেকট্রিক টেলিগ্রাফ। বায়ুপ্রভৃতি পদার্থের গুণ ও কাৰ্য্য ব্যতীত কেহ তাহার প্রকৃতিজ্ঞ নহেন অর্থাৎ তাছা কি পদার্থ অবগত নহেন, সেইৰূপ তড়িতের অর্থাৎ বিদ্যুতের গুণ ও কার্য্য ব্যতীত তাহার স্বভাব ও প্রকৃতি কি ও তাহার ভাব ও গতি কি প্রকার তাহ। জানিতে ও প্রকাশ করিতে ক্ষমতাপন্ন নহেন, কেননা মনুষ্য বহুৰ্যত্নে পদার্থের কার্য্য ও গুণ জানা ব্যতীত অন্য শক্তি ধারণ করেন না, সুতরাং বিদ্যুৎ কি পদার্থ তাহা তত্ত্ব করা প্রয়োজনীয় ন হইলেও এইমাত্র বক্তব্য, যে যেৰূপ আলোক ও তাপকপ্রভৃতি পদার্থ, সেইৰূপ তড়িৎ পরমানুর মত অতি সুক্ষ বা লযু পদার্থ, অর্থাৎ ঈদৃশ নির্ভর যে তাহার পরিমাণ (ওজন) ও রাশি করা যাইতে পারে না, অথচ স্থিতিস্থাপক গুণবিশিষ্ট। স্থিতি স্থাপকতা সেই গুণকে বলা যায়, যে গুণে বা স্বাভাবিক শক্তিতে কোন পদার্থ বা বস্তু টানায় বা পেষণে বুদ্ধি ও কুঞ্চিত হইয়া পুনঃ সেই বাহ্যাকর্ষণের তার্থাৎ টানার ও পেষণের অভাব হক্টলে স্বাভাবিক প্রকৃত বস্থা প্রাপ্ত হইয়।