পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ । ○○ আছে যাহন্তে) তাহাও দুই প্রকার যথা –সচল ও অচল (জঙ্গম ও স্থাবর ) - - ৫ । মহুষ্যাদি, জঙ্গম অর্থাৎ, চেতনবিশিষ্ট সচল । {সচেতন জড় ।) ৬। বৃক্ষাদি, স্থাবর অর্থাৎ চেতনবিশিষ্ট অচল । ৭ জড় পদার্থ যথা –প্রস্তর মৃত্তিক কাষ্ঠপ্রভৃতি শুদ্ধ জড় পদার্থ (অচেতন জড়) । ৮ । যেরূপ বৃক্ষ জাতির রসহইতে গদ ও রজন আ টাপ্রভৃতি উৎপন্ন হইয়া থাকে। গদ ও আট কোন২ বৃক্ষহইতে আপনি নিঃস্থত হয় এবং কোনই বৃক্ষের ত্বক কাটিলে নিঃস্থত হয়। চিকিৎসা শাস্ত্র সম্মত যে মলম তাহ কোনই সেগন্ধুি । বৃক্ষের আট । প্রসিদ্ধ টারপিন তৈল তাহাও পাইননামক বিলাতীয় দেবদারু গাছের আ টি । তার ও গণছের আট কিন্তু টারপিন আর তার যে গাছহইতে অ|পনি কার্য্যযোগাবস্থায় নিঃসৃত হইয় থাকে এমত নহে ভাই প্রস্তুত করিতে বিশেষ শিল্পনৈপুণ্য অাছে—যেমত ইক্ষদণ্ড চিনির উৎপাদক হইলে ও চিনি প্রস্তুত কনিতে অনেক কৌশল অাছে, সেইরূপ টারপিন দিতেও জানিবেন । so ৯ । আটা, ময়দা, শুজি, শিরিষ, ও ভৈল গাছের বীজহইতে উৎপন্ন হইয় থাকে । ১০ । অনেকানেক বৃক্ষহইতে রঙ্গ উৎপন্ন হইয়া থাকে যথা –বকম মঞ্জিষ্ঠীপ্রভৃতি। - ১১ । সেইরূপ অনেকানেক বৃক্ষহইতে অস্ত্র উৎপন্ন । হইয়া থাকে যথা –সিরকে (বিনিগীর) ও টারটার (মদিরার পীপার গাত্রজীত সার’ব মলকে ট8রটার বলে ;) ১২ । ৮ পাৰ্জুনির দ্বারা শুয়াইন সরাপ নানা ফলহইতে 5 SQ