পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬ ইলেকট্রিক টেলিগ্রাফ। উৎপন্ন হইয়। সেই ওয়াইন চেলাই করিলে ইঙ্গীরিট ব| দ্রাবক অর্থাৎ সারভাগ জন্মায় (যেমত গুড়হইতে রম সরাপ) বালি (যববিশেষ) হইতে উৎপন্ন ষে ওয়াইন তাহা চোলাই করিলে হুয়িস্কিনামক সরাপ এবং অন্যপ্রকার ওয়াইন চোলাই করিয়া ব্ৰাপ্তি উৎপন্ন হয় । ১৩। এই সমস্ত চোলাই করা সরাপ বিশেষ২ ক্ষারের সহিত মিশ্রিত হইয়া নানা জাতীয় এথর (ঔষধিবিশেষ) জন্মণয় | ১৪। এই সমস্ত ক্ষণরের নাম বাইটল, নাইটার, মেরা#= (Vitriolic, Nitrous, Marine,) 2-ofs of ১৫ ! ক্ষার দুই প্রকার যথা –এলক্যালি (সীমান্য ক্ষার) এবং অল্প । ১৬। এলকালি ক্ষার তিন প্রকারে জন্মায় যথা—স্থবর ক্ষার, অর্থাৎ মৃত্তিক খনন করিয়ামে ধাতু দ্রব্য পাওয়া যায় তাহtহইতে বা প্রস্তরদিহইতে উৎপন্ন ক্ষীর, ইহাকে ইংরাজী ভাষায় ফোসিল (Fossil) বলিয় থাকে তাহা, দ্বিতীয় বৃক্ষাদিহইতে উৎপন্ন হয় যে ক্ষার, তাহকে ইংরাজী ভাষায় বেজিটেবেল (Vegetable) বলে,তৃতীয় প্রকার জঙ্গম ক্ষার অর্থাৎ চেতন বস্তুহইতে উৎপন্ন হয় যে ক্ষার, তাহাকে ইংরাজী ভাষায় এনিমেল (Animal) বলয় থাকে। [ইংরাজী ভাষায় ক্ষারকে যে এলকালি বলিয়া থাকে তাহার কারণ এই, যে ইওরোপ খণ্ডের প্রাচীন লোকের। ক্যালিনামক এক জাতি বৃক্ষের কণষ্ঠকে ভস্ম করিয়া ক্ষার প্রস্তুত করিত, একারণ ঐ ক্যালি শব্দানুসারে সকল ক্ষারকেই এলক্যালি বলে জানিবেন ।] এই ক্ষারযোগে প্লাস জন্মায় ।