পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by 8 ইলেকট্রিক টেলিগ্রাফ। পারিবেন এমত অনুমান করিতে না পারিয়া তাহারও ভাব লিখিতেছি—এমত অনেক দ্রব্য আছে যে তাহার শুদ্ধ সোজা গতি হইয় থাকে যথ। --ফাপু মল বা বলয়ের মধ্যভাগ মণ্ডলাকার, তন্মধ্য একটা শক্ত কাঠি প্রবিষ্ট করিলে তাহার কখন মণ্ডলাকার গতি হইবে না অর্থাৎ তাহা কখন স্বভাবতঃ বাকিয় নলের এক মুখে প্রবিষ্ট হইয়। অন্য মুখ দিয়া নিঃস্থত হইবেক না তবে টিপেটাপে যিনি যাহা করুন তাহ বিচাৰ্য্য নহে কিন্তু ঐ ফঁাপা মল বা বালার মধ্যে জল কিয় ধূম প্রবিষ্ট করাইলে ঐ জল বা ধূমের স্বাভাবিক নানা প্রকার গতি শক্তি থাকাপ্রযুক্ত মলের মণ্ডলাকারের মধ্যে দিয়া মণ্ডলাকার গতিতে নিঃস্থত হইবে। তাহার নাম মণ্ডলাকার গতি য়াহ গোল হইয়া যাইতে পারে। পূৰ্ব্ব লিখিয়াছি যে, যে শক্তির দ্বারা কল চলে সেই শক্তির মণ্ডলাকার গতি অত্যাবশ্যক । বাম্পের মণ্ডলাকারপ্রভৃতি গতি আছে অতএব তদ্বারা অনায়াসে কলের গতি হইয়া থাকে কিন্তু