পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Þ b← ইলেকট্রিক টেলিগ্রাফ। ৭০ । যে যে স্থানে বার্তাবহনiখ কেবল খুঁটির উপর তার বিস্তার থাকে অথচ মৃত্তিকার মধ্যে থাকে না সেই২ স্থানে বিদ্যুতের কেবল একদিগে গতি হইতে পারে । বিদ্যুতের প্রত্যাগতির নিমিত্তে ঐ খুঁটির উপরের তারের দুই প্রান্ত ভূমিতে প্রোথিত থাকে। ভূমির মধ্যে যে দুই প্রান্ত পোত থাকে সেই দুই প্রান্তে দুই জাতি ধাতু খণ্ড সম্বন্ধ করিতে হয় অর্থাৎ এক প্রান্তে দস্ত। আর এক প্রান্তে তামা, তাহাতে এক আডডাহইতে অন্য আডডপৰ্য্যন্ত ভূমির মধ্যে তার প্রোথিত না থাকুক তথাচ পৃথিবীর স্বকীয় বিদ্যুৎ গ্রাহক শক্তির দ্বারা যেৰূপ খুঁটির উপরের তার দিয়া বিদ্যুতের গতি হইয়া থাকে সেইৰূপ ভূমিতে তার পোত না থাকিলেও ভূমির মধ্য দিয়া বিদ্যুতের প্রত্যাগতি হইয়া থাকে। " ৭১। যে তার খুঁটির উপরিভাগে থাকে । সেই তারের উপরিভাগে দস্ত মাখান হয়। যদি বল যে তারে কি প্রকারে দস্তাবৃত হইতে পারে ? - -