পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। যদি কোন ক্রমে, আপনার ভ্ৰষে, অসুখ-সাগরে পশি । ওরে মুঢ়মতি, জগতের পতি, তাহে কভু নন দোষী । এই ধরাতলে, নিজ কৰ্ম্ম ফলে, সকলে করিছে ভোগ । স্বকৰ্ম্ম ভুলিয়া, ঈশ্বরে ছষিয়া, মিছা করে অভিযোগ ॥ আঁখিহীন নর, প্রভাকর-কর, দেখিতে কছু না পায় । নিজ তাপ ভরে, তাপ সোয়ে মরে, অথচ অযশ গায় ॥ রূপের আভাসে, তিমির বিনাশে, ভুবন প্রকাশে যেই । . সেই প্রভাকরে, দোষারোপ করে, মনে বড় খেদ এই ॥ এসে এই ভবে, জ্ঞানহীন সবে, ভ্রমপথে সদা ভ্ৰমে । দুগ্ধ পায় যত, দ্বেষ করে তত, নাহি বুঝে কোন ক্রমে ॥ স্থায় হায় হায়, একি ঘোর দায়, একথা বুঝাব কারে । כל