পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। রাজা আমি যাই, তাই সিন পাই, আর কি এমন হবে ? কেমন বিছানা, এ কথা মিছা না, এসেছে বিলাত থেকে । দোষেনি জনেকে, মোহিত অনেকে, আমার এ ঝাড় দেখে ॥ আঁখি যদি পড়ে, আমার এ ঝাড়ে, দোষ দিতে পারে কেটা ? কবি কহে ভালো, ঝাড়ে নাই আলো, ঝাড়ের কলঙ্ক সেটা ৷ নাহি জেনে সার, এরূপ প্রকার, কত অহঙ্কার করে । নাহি পায় হিত, ছিতে বিপরীত, পাপানলে পুড়ে মরে ॥ শুনরে পামর, ' ৰোধহীন নর, সকলি ভোজের বাজী । মিছে তোর ধন, মিছে তোর জন, মন যদি হয় পাজী ॥ মিছে বাড়াবাড়ি, মিছে তোর বাড়ী, মিছে তোর গাড়ি ঘোড়া । কোরোনা আমন, হইবে দমন, শমন মারিকে কোভুt ॥