পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। একি পাপ রোগ, হোলে দুখ ভোগ, অনুযোগ করে কত । বলে “ হায় হায় , ঈশ্বর আমায়, সারিলে জনম মত । না জানে নাচিতে, পড়িয়া ভূমিতে, উঠানের দেয় দোষ । অস্ত্রে কাটি হাত, করি রক্তপাত, কামারের প্রতি রোষ ॥ অবোধ যে জন, বিষম ভীষণ, তাহার চরণে গড় । অধিক খাইয়া, উদর ফঁাপিয়, জননীরে মারে চড় ॥ না জানে স*াতার, না পায় পাথার হাফ লেগে প্রাণে মরে । না করি বিচার, • সরোবর যার, তারে তিরস্কার করে । শুন হে চেতন, হও হে চেতন, অচেতন কত রবে ? জয় তারাম, পরমেশ নাম, আর কবে ভাই কবে ? : পিত্তা মাতা তব, দেখালেন ভব, . করহ তাদের সেবা । שגל