পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । । ミ> পেয়েছ জীবন, নহে চির-ধন, কমলের দলনীর । এখন তখন, কি হয় কখন, কিছু নাই তার স্থির । তাই বলি শেষ, লহ উপদেশ, হৃষীকেশ বলে র্যারে। হৃদয় আসনে, রসারে যতনে, পূজা কর তুমি তারে । এ দিকে তোমার, দিন নাই অার, বৃথা কেন দিন হর P অভয় চরণ করিয়া স্মরণ, জনম সফল কর } =ccరరూoccc. সাম্য । সকলেরে জ্ঞান কর,•আপনার সম । তাহাতেই সিদ্ধ হবে, দম আর শম ॥ পরিমাপ করি মান, মান রাখ মানে । স্বমানে সমানে সব, তবে লোক মানে ॥ নিজ মান চাই স্বধু, কারে নাহি মানি । সে মানে কে মানে ভাই, কিসে হব মানী ? সরলতা কর যদি, সবার সহিত । তবেই সন্তোষ লাভ, সহজে স্বহিত ।