পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । সুকোমল কলেবর, অতি সুললিত । নব নবনীত সম, লাবণ্য গলিত ॥ ফণি, জল, অনলেতে, কিছু নাই ভয় । নাহি জানে ভাল মন্দ, সদানন্দময় ॥ আইলে ষোবন কাল, আর একরূপ । যুবক স্বর্ষের সম, দীপ্ত হয় রূপ ৷ দিন দিন বৃদ্ধি হয়, শারীরিক বল । নানারূপ চিন্তা হেতু, মানস চঞ্চল । ইন্দ্রিয়ের সুখ হেতু, কত প্রকরণ । বহুবিধ অনুষ্ঠান, অর্থের কারণ ॥ পরিশেষ বৃদ্ধ কাল, কালের অধীন। কৃষ্ণপক্ষে শশী প্রায়, দিন দিন ক্ষীণ ॥ অাছে চক্ষু কিন্তু তায়, দেখা নাহি যায় । আছে কর্ণ কিন্তু তায়, শব্দ নাহি ধায় ॥ আছে কর, কিন্তু তাঞ্চ না হয় বিস্তার । আছে পদ, কিন্তু নাই, গতিশক্তি তার ॥ পলিত কুস্তলজাল, গলিত দশন । ললিত গাত্রের মাংস, স্থলিত বচন ॥ ছিল আগে এই দেহ, সবল সচল । এখন ধরিল গিরি, স্বভাবে অচল ॥ ওহে জীব ভাল তুমি, রঙ করিয়াছ । তিন কালে তিন রূপ, লঙ সাজিয়াছ ৷ ২৩