পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ষরিতাসংগ্রহ । ૭૧ ধৰ্ম্মের সূচনা করি, নাম হলো জারি । নানারূপ গীত বাদ্য, আড়ম্বর ভারি ॥ সাধনায় সাধুভাব, স্বভাবে সরল । ভিন্ন এক চিহ্ন ধরি, কিছু নাই ফল । ঢোল মেরে গোল কোরে, জ্ঞানী যদি হয়। নটী নট, যাত্রাকর, যোগী কেন নয় ? পরমাথ। প্রীতি যদি রাখ তুমি, জগতের প্রতি । করিবে তোমায় প্রীতি, জগতের পতি ॥ জগতের প্রিয় হও, ব্যবহার গুণে । জগৎ বন্ধন কর, ব্যবহার-গুণে ॥ যে ভাবে জগতে তুমি, দেখিবে যেরূপ । । জগৎ সে ভাবে তোরে, দেখিবে সেরূপ ৷ প্রেম-বলে জগতের, প্রিয় হয় যেই । জগদীশ পুরুষের প্রিয় হয় সেই ॥ প্রণয় শিখিতে যার, মনে সাধ আছে । এখনি শিখুক গিয়া, পতঙ্গের কাছে ॥