পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। এই দেখি এই আছে, এই নাই আর । প্রণাম তোমায়, প্রভু, প্রণাম আমার ॥ নয়নেতে হেরি এই বিরূপ আভাস। শ্বেতময় সমুদয়, অমল আকাশ ॥ পুন দেখি নব নব, অসম্ভব সব । শ্বেত, পীত, নীল, রক্ত, কৃষ্ণবর্ণ নভ ॥ আর বার দেখি তার, নাহি সেইরূপ । সজল জলদজালে, জগৎ বিরূপ ৷ নয়নেরে লজ্জা দেয়, অন্ধকার রাশি । তাই দেখে মাজে মাজে, চপলার হাসি ॥ সে সময় মনে মনে, ভাবি এই ভাব । স্বভাবের সেই ভাব, হবে না অভাব ॥ ক্ষণপরে চেয়ে দেখি, সকলি বিকার । প্ৰণাম তোমায় প্রভু প্ৰণাম আমার। এখনি স্বজন করি, এখনি সংহার । তোমার অনন্ত লীলা, বুঝে সাধ্য কার : এই দেখি এই আছে, এই নাই আর । প্রশাম তোমায়, প্রভু, প্রণাম আমার ॥ এই অামি, এই আছি, এই অবয়ব । এই রূপ, এই রস, এই আছে রব ॥