পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ના কবিতাসংগ্ৰহ। ডাকছেড়ে মন্ত্র পড়ে, হোম করে কত । নানারূপ বেশ ধরে, দাম্ভিকের মত ॥ কতু দুর্গা, কৰ্ভু শিব, কৰ্ভু রলে হরি। কৰুে ধন আহরণ, প্রতারণা করি ॥ রাকৃসিদ্ধ, মন্ত্রসিদ্ধ, ছলেতে জানায় । কাগী, বগী, ভস্ম করে, কথায় কথায় ॥ আপনারে বড় বোলে, মরে অভিমানে । অথচ সে আপনারে, কহু নাহি জানে ॥ সদাই আসক্ত মন, সংসারের সুখে । শোক আর তাপ পেয়ে, দগ্ধ হয় দুখে ॥ সংসারের যত ধৰ্ম্ম, সকলি সে ধরে। কিছু নাহি বাকি রাখে, সকলি সে করে । অথচ লোকের কাছে, আর রূপ হয় । আমি হই ব্রহ্মজ্ঞানী, এইরূপ কয় ॥ জন মাঝে কেহনাই, অজ্ঞান তেমন । কুৰ্ম্ম অীর ত্রহ্ম তার, উভয় পতন ॥ শ্রুতিদোষে স্মৃতিহীন, বাক্য নাছি ধরে । দর্শনে ধরেছে দোয়, দর্শনে কি করে ? পরস্পর অন্ধ হোয়ে, পড়িয়াছে কুপে । উঠিবার শক্তি আর, নাহি কোনরূপে ॥ ,