পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ। as যদ্যপি জীৰিত ভাই, থাকে সেই জন । সুখের আস্বাদ নাহি, পায় তার মন ॥ পরিবার মধ্যে নহে, সকল সমান । পরস্পর মনে মনে, মহা अडिशॉन } যখন ষাহীর মনে, छूटिं নাহি হয় । , তখনি অমনি তার, মলিনছদয় । এইৰূপে জর জর, বিষয়েশ্ন বিষে । বিষয়ী পুরুষ তবে, সুর্থী হবে কিসে ? সম্পদ রক্ষণে বহু, বিপদ সঞ্চার । অতিবৃষ্টি, অনাবৃষ্ট্রি, অগ্নিভয় আর ॥ চোর-ভয়ে, রাজ-ভয়ে, ভীত প্রতিক্ষণ । কিরূপে মানব পায়, স্বথের আসন ? বিষয় বিবাদ কত, ক্রোধের নিধান । দ্বেষ, হিংসা সমুদয়, হয় বলবান , । জ্ঞাতিদ্বন্দ্বে অর্থনাশ, রাজার সদনে । কদাচ না দেখে মুখ, দয়ার দর্পণে । চিরকাল রব আমি, এই ভ্ৰম ধরে । মরণ নিকট অতি, স্বরণ না করে ॥ সংসারী জীবের এক, স্বতন্ত্র বিধান । , আনন্দ অস্তরে তার, নাহি পায় স্থান ॥ পরিজন কেহ হোলে, কুকার্ষ্যেতে রক্ত । তথমি লজ্জার তার, হয় মুখ নত ।