পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S:్చ কবিতাসংগ্ৰহ । শুনিলাম আর এক, কথ্য ভরঙ্কর । নিজে তুমি ভব-কর, কিন্তু নাই কয় ॥ এই বিশ্ব, যার করে, বিশ্ব, করে যেই । বিশ্বকর বিভু হোরে, করাহীন সেই ৷ যে শুনিছে, সে হাসিছে, কারে আর কৰ । কেমনে বুঝাব আমি, কর নাই তব ? ৰল শুনি সুবিশেষ, ওহে গুণাকর। অকর যদ্যপি তুমি, নাহি ধর কর । দিবাকর নিশাকর, চুই করকর। নিয়ত নিয়মে দেয়, কার করে কর P বিচার করিলে ফলে, স্থির এই ঘটে । স্বতাবেই করাহীন, কর নাই বটে ॥ যখন এ দেহ তুমি, করনি নিষ্কর । তখনি জেনেছি তুমি, আপনি নিষ্কর । বুঝিতে না পারিপিতা, তোমার এ লীলে । নিষ্কর হইয়া কেন, নিষ্কর না দিলে ? পাট নিয়া, যে ভুমি, দিয়াছ তুমি নাথ । পরিমাণ মাত্র তার, সাড়ে তিন হাত ॥ তাহাতে অসার মাটি, কাটা বনময় । কেমনে স্বশস্য হবে, উর্বরাতো নয় ॥ কেবল বাড়িছে রন, চায় হবে কিসে। অঙ্কুরিত হোলে তরু, কাটে কাম-কীশে ॥