পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br等 কবিতাসংগ্ৰহ । এই বুঝি সেই জুজু, রাঙ্গামুখ যত । চুপ চুপ ছেলে সব, হও সাবধান । কাণকটি * * * কেটে নেবে কাণ ॥ ঘুমাও ঘুমাও বাপ, থাক শান্ত ভাবে। বাটা ভরে পান দেব, গালভরে খাবে ॥ চিনি দিব ক্ষীর দিব, দিব গুড়পিটে । বাপধন বাছা মোর, ছেড়নারে ভিটে ॥ কি জানি কি ঘটে পাছে, বুদ্ধি তোর কাচা । ওখানে জুজুর ভয়, যেওনারে বাছা । মুর্থ হয়ে ঘরে থাক, ধৰ্ম্মপথ ধরে। কাজ নাই ইস্কুলেতে, লেখা পড়া করে ॥ হ্যাদেহে ছেলের বাপ, মন্দ ৰডু কাল । আপন আপন ছেলে, সামাল সামাল ॥ মিষ্টভাষী শুভ্রাকার, মিশনারি যত । আমাদের পক্ষে डाई দয়া-ধৰ্ম্মহত ॥ পিতার সুখের নিধি, তনয় রতন । কিছু নাহি বুঝে তার, মনের মতন । শূন্য করি জননীর, হৃদয়ভাণ্ডার । হরণ করিয়া লয়, সাধের কুমার ॥ " বাক্যের কুহক যোগে, ঈশুমন্ত্র ছেড়ে । যুবতীর বুক চিরে পতি লয় কেড়ে । কামিনীর কোলশূন্য ক্ষুণ্ণ মন তায় ।