পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড়দিন । ( দ্বিতীয় ) খ্ৰীষ্টের জনমদিন, বড় দিন নাম। বহু সুখে পরিপূর্ণ, কলিকাতা ধাম ॥ কেরাণী, দেয়ান আদি, বড় বড় মেট । সাহেবের ঘরে ঘরে, পাঠাতেছে ভেট ॥ ভেটকি কমলা আদি, মিছরি বাদাম । ভাল দেখে কিনে লয়, দিয়ে ভাল দাম ॥ এই পর্বে গোরা সৰ্ব্বে, সুখী অতিশয় । বাঙ্গালির বিদিতাৰ্থ, লিখি সমুদয় ॥ “কেথলিক” দল সব, প্রেমানন্দে দোলে । শিশু ঈশু গড়ে দেয়, মেরিমার কোলে ॥ বিশ্বমাঝে চারুরূপ, দৃশু মনোলোভা । যশোদার কোলে যথা, গোপালের শোভা ৷ স্বপ্নযোগে হোলো গর্ত, ব্যক্ত এই শেষে । ঈশ্বরের পুত্র বোলে, পরিচয় দেশে ॥ ও গড় ও গড, গড় লেখে বাইবেলে। ঈশু কি তোমার শিশু, ঔরষের ছেলে ?