পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । ఫి? ফুেস-ভিস-ভরা ডিস, মধ্যে ভাতে ভাত । সে পাত সুপাত নয়, নিপাতের পাত ॥ অখিল ভরিয়া মুখে, করে জলসেবা । যেতে যেতে, মেতে উঠে, খেতে পারে কেব। উরি মধ্যে দুঃখিতর, বঙ্গি সব ভেয়ে। তত্ত্বছত, মত্ত যত, বড়দিন পেয়ে ॥ ভেড়া হোয়ে তুড়ি মারে, টপ্পা গীত গেয়ে। গোচে গাচে বাবু হয়, পচা শাল চেয়ে ॥ কোনোরূপে পিত্তি রক্ষণ, এটো কাটা খেয়ে । শুদ্ধ হন ধেনে গাঙে, বেনোজলে নেয়ে ॥ . "এ, বি” পড়া ডবি ছেলে, প্রতি ঘরে ঘরে । সাজায়েছে গাদা-গাদা, ডেক্সের উপরে ॥ পড়েনিকো উচ্চ পাঠ, অল্পে মারে তুড়ি । তাকায় ওদিগে বটে, পাকায় খিচুড়ি। শাসনের ভয়ে নাহি, যাঁয় উপবনে । পায়েসে আয়েস রাখি, তুষ্ট হয় মনে । ধনের অভাবে যেই, বড় দীন হয়। বড়দিন পেয়ে আজ, বড় দীন নয় ॥ সাহেবের হুড়াহুড়ি, জাহ্নবীর জলে । করিতেছে “বোটরেস” সেলর সকলে ॥ হায় রে সুখের দিন, শোভা কব কায় ? ইংরাজটোলায় গেলে, নয়ন জুড়ায় । ல்