পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় গীত । রাগিণী পরজ-তাল কাওয়ালি । “বেঁচে থাকুক্‌ বিদ্যাসাগর চিরজীবী হয়ে”—সুর। ওমা কুইন্‌ তোমার, ইণ্ডিয়া ধাম, রুইন কোরোনাকে । | যদি স্বোণার ভারত, খাস্ কোরেছ, বাস কোরে, মা, থাকো থাকে। শাস্ত্রে বলে পরামর্শে, , আপন চক্ষে স্বেীণা বর্ষে, তুমি এলে, ভারতবর্ষে, হৰ্ষে রবে সব । চারিদিকে উঠচে শুধু, জয় জয় জয় রব । প্ৰজাগণে কোলে টেনে, ছেলে বলে ডাকে ডাকো ॥ বঙ্গবাসী আমরা যত, অমুরত অনুগত, অবিরত করি কত, শুভ বাসন ।