পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ। s०१ জয় জয় জয় বিক্টোরিয়া, মুখে ঘোষণা ৮ “চোরে খেকো দোয়া গরু” এমন কোথাও পাবেনাকে ॥ অন্নবিনে ঘরে ঘরে, অনাহারে প্রাণে মরে, পরস্পরে উচ্চস্বরে, করে হাহাকার । দিনান্তরে উদরপুরে অন্ন মেলা ভার। দুর্থী যারা, পড়ে মারা, প্রাণে কেহ বাচেনাকে ॥ যে আগুণ লেগেছে চেলে, চলেনা কেউ নিজ চেলে, চেলে চেলে জাহাজ ঠেলে, ভাসয়ে দিচ্ছে চাল । कभाग नहै, उांrउद्दे कहै, কারে দিব গাল ? কিছু দিন মা ! দয়া করি, রপ্তানিটি বন্দ রাখে ॥ বঙ্গবাসী শত শত, বিদ্রোহেতে হোলো হত, পরিবার ছিল যত, ধনে প্রাণে হল কাঙালী,