পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত।

এই একান্নভুক্ত পরিবারের কোন অভাব ঘটিত না। সমাজ মধ্যে এই গৃহস্থের মান্ত গণ্য ছিল।

ঈশ্বরচন্দ্রের পিতা, চিকিৎসা-ব্যবসায় তাগ করিয়া, স্বগ্রামের নিকট সেয়ালদহের কুটিতে মাসিক ৮ আট টাক বেতনে কাজ করিতেন।

কলিকাতা জোড়ার্সকোয় ঈশ্বরচন্দ্রের মাতামহাশ্রম। ঈশ্বরচন্দ্র শৈশব হইতেই স্বীয় জননীর সহিত কঁচরাপাড়া, এবং মাতামছাশ্রমে বাস করিতেন । মাতামহ রামমোছন গুগু উত্তর পশ্চিমাঞ্চলে কানপুরে বিষয় কৰ্ম্ম করিতেন। মাতামহের অবস্থা বড় ভাল ছিল না।

ঈশ্বন্দ্রের বাল্যকালের যে দুই একটা কথা জানা যায়, তাহাতে বোধ হয়, ঈশ্বর বড় দুরন্ত ছেলে ছিলেন। সাহসট। খুব ছিল। পাঁচ বৎসর বয়সে কালীপূজার দিন, অমবখ্যার রাত্রে, এক নিমন্ত্রণ রাখিতে গিয়াছিলেন। অন্ধকারে, একজন কেছ পথে উহার ঘাড়ে পড়িয়া গিয়াছিল। সে ঘোর অন্ধকারে উহাকে চিনিতে না পাধিয়া জিজ্ঞাল। করিল,— “কেরে?—কে যায় ?” .

“ञांभि-त्रेश्छ ।” t t 

“একেল এই অন্ধকারে অমাবস্তার রাত্ৰিতে কোথায় যাইতেছিস ?” "ঠাকুর মশায়ের বাড়ী লুচি আনিতে