পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 οθ' কবিতাসংগ্রহ। . বিনে বাচিনে, আমরা ভেতো বাঙ্গালী। চাল দিয়ে মা বঁাচাও প্রাণে, চেলের জাহাজ চেলোনাকে ॥ নুতন চেলে হবে শস্ত, ঘটিল তার কি অবস্থ}, রাজব্যবস্থা-দোষে চেলের, কাটা হয়না রোধ । চার মণের দাম্ এক মণে লয়, মণের মনে ক্রোধ । মনের চেলে মন ভেঙেছে, ভাঙা মন আর গড়েনাকো । পেয়ে নব রাজাদেশ, নীলকরেতে শাসে দেশ, নাহি মানে উপদেশ, না করে উদেশ। বিদেশ ভেবে এদেশেতে করে সদা দ্বেষ । কালে বলে বাঙালীদের: ভাল দেখতে পারেনাকে ॥ যেখানেতে বাঘের ভয়, সেই খানেতেই সন্ধ্যা হয়, নীলকরের করেতে হোলো, মাজিষ্টরি ভার।