পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । 9א צמ দরে হোলে গঙ্গাজল, জলন্ত অনল, দুপয়সাতে ভার নাহি মেলে । - কিসে খাব ভাতে পোড়া, পোড়া কপাল পে" টাকায় আড়াই সের দর সর্ষে তেলে ॥ যারা ছিল মুটে মজুর, তার হোলে৷ হজুর, চলে যায় পথে পায়ে ঠেলে । যত ঘাটের দাড়ী মাজি, কামে নহে রাজি, কাজির মেজাজ ধরে, ধ্বজী ঠেলে । থেকে নদী নদে, ঝিল বিল হ্রদে, মাচ ধরে খায়, মালা, জেলে । তাদের কাছে গেলে পর, কাপে কলেবর, দুনো দরে বেচে চুণে বেলে। হোক চাইনে বাবুয়ান, গরিবান থানা, ধরি প্রাণ শুধু চেলে ডেলে ॥ শুনে চেলের বুকে কঁট্র, বুকে বেঁধে কাটা, জাহাজেতে চাল, দিচ্ছে ঢেলে | ওমা এত দুখে মরি, তবু রাজেশ্বরি ! পালাইনেকে কেউ রাজ্য ফেলে। হোলো গোড়ার সর্বনাশ, বোড়ার সঙ্গে বাস, • কেমনেতে বাচে, টোড়া হেলে ? যত নীলের কৰ্ম্মকার, করে অত্যাচার, মেজেষ্টরি-ভার, তারাই পেলে ।