পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহণ ১১{ অস্তুর | থাকো থাকো থাকো তুমি, রাঙা ছেলে কোরে কোলে । ওম, আমাদের মুখ দেখবিনে কি, কালামুখে কাঙাল বোলে ? কালো ছেলে যত আছে, “ কেলেসোণা " তোমার কাছে, মা গো ! এই কালোর ভিতর আলো আছে, ভালো কোরে দেখ জেলে । দেহ কালো, কালে নই, ভিতরেতে কালো কই ?—মাগো ! যারা কালোমনের মানুষ, তারা, হিংসে কোরে কালে বলে । কুপুত্র যদ্যপ্তি হই, তোমা ছাড়া কারো নই, মাগো ! তবু দয়া করি দয়ামই, রাখতে হবে চরণতলে। কুপুত্র অনেকে হয়, কুমাতা ত কেহ নয়, মা গো ! झुगि छःउत्व मा, आमाप्तत्व मा, ডাকবো জগদম্ব বোলে।