পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুৰ্ভিক্ষ । প্রথম গীত । বtউ লর্চ দী সুর । রাগিণী দেশমোল্লার—তাল আডুখেমটা হয় দুনিয়া ওলট-পালট, আর কিসে ভাই । রক্ষে হবে ? আর কিসে ভাই ! রক্ষে হবে ? পোড়া অভ্যাকালেতে নাকাল করে, ডামাডোল পেড়েছে ভবে । অমর হাটের নেড়া, শিক্ষে ধোরে, ভিক্ষে কোরে বেড়াই সবে । হোলো সকল ঘরে ভিক্ষে মাগয়, কে এখন আর ভিক্ষে দেবে ? বত কালের যুবো, যেন স্ববো, ইংরাজী কয় বাক ভাবে । ধোরে গুরু পুরুত মারে জুতো, ভিখারী কি অন্ন পাবে ?