পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●२३ কবিতাসংগ্রহ । একা “বেথুন’ এসে, শেষ কোরেছে, আর কি তাদের তেমন পাবে P যত ছুড়ী গুলো, তুড়ী মেরে, কেতাব হাতে নিচ্চে যবে । তখন “ এ, বি, ” শিখে, বিবি সেজে, বিলাতী বোল কবেই কবে ॥ এখন আর কি তারা সাজী নিয়ে, সাজ সেঞ্জোতির ব্রত গবে ? সব কাটা চাম্‌চে ধোরবে শেষে, পিড়ি পেতে আর কি খাবে ? ও ভাই । আর কিছু দিন, বেঁচে থাকলে, পাবেই পাবেই দেখতে পাবে। এর। আপন হাতে স্থাকিয়ে বগী, গড়ের মাঠে হাওয়া খাবে । আছে গোটকিত বুড়ে যদিন, তদিন কিছু রক্ষা পাবে। ওভাই ! তার মোলেই দফা রফা, এককালে সব ফুরয়ে যাবে। যখন আসবে শমন, কোরবে দমন, কি বোলে তায় বুঝাইবে ? বুঝি “ হুট ” বোলে, “ বুট * পায়ে দিয়ে, “চুরুট” ফুকে স্বর্গে যাবে।