পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ : কবিতাসংগ্ৰহ । সদা ধৰ্ম্ম ধৰ্ম্ম কোরে মরে, ধৰ্ম্ম-মৰ্ম্ম কেউ বোঝে ন} । হোরে পরের ধৰ্ম্ম, ধৰ্ম্ম হবে, এইটা মনে বিবেচনা । । যেন আপন ধৰ্ম্ম আপনি পালে, পরের ধৰ্ম্ম নাশ করে ন৷ ৷ ” এদের ধর্মপথের স্বাধীনত, রেখোন মা, আর রেখোন । কেমন কুহক জানে এরা, . উপদেশে করে কাণ । ওমা বংশ পিও ধবংস কোরে, , কত ছেলে খেলে খান । নয় তোমার অধীন, স্বাধীন এরা, কেমন কোরে কোর্কে মান ? ওমা, আমরা সেটা বুঝতে পারি, খোট্ট লোকে তা বোঝে না । তুমি সৰ্ব্বেশ্বরী যদি তাদের, . চোক রাঙায়ে কর মান । তবে টুপি খুলে, আডড তুলে, পালিয়ে যাবার পথ পাবে ন} | নগর কমিশনর যারা, তাদের একি বিবেচন} t