পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । একি.প্রাণে সহে ষাড় দিয়ে মা, ' ময়লাফেলার গাড়ী টান}} ওম! দুগ্ধ বিনে মরি প্রাণে, , হিছ-লোকের প্রাণ বঁাচে না । যত শাদা লোকের অত্যাচারে, গরু বাছুর আর বঁাচে ন} t যত দেশের গরু ভুট কোরেছে, টেবিল পেতে থেয়ে খান । এর ধাড়ী শুদ্ধ দিচ্চে পেটে, আস্ত ভগবতীর ছান । একে রামে রক্ষে নাইকে, সুগ্ৰীব তার হল সেনী । যত দিশি ছেলে কোপচে উঠে, চtল চেলেছে সাহেবান । ” কারে কব দুঃখের কথ}, কাণ পেতে ম! কেউ শোনে না । যারে দেবতা বলে পূজা করি, তাতেই হোলো বিড়ম্বন । ঘার লাঙল চষে, গাড়ী টানে, , করে কত হিত সাধন । আর দুগ্ধ দিয়ে জীবন বাচায়, তৃণ খেয়ে প্রাণধারণ । షి