পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>S)。 কবিতাসংগ্ৰহ। । টাউন্সেও , রবাটর্সন , নন্দী ভৃঙ্গ দুটো। নিয়ত নিকটে আছে, দঁাতে করি কুটে । ছাই-ভস্ম-বিভূষিত এটোৰ্কাট খায় । গালবাদ্য করি সদা, বগল বাজায় ॥ “ডেবিল” দুপাশে তারা, টেবিল ধরিয়া । “এবিল” হতেছে মুখে, তোমায় স্মরিয়া ॥ কাজ ভাল, লাজহীন, রাজপ্রিয়তম। বম্ বম্ বম্, বব, বম্ বম্ বম্ ॥ কিসে তুমি কম ? বাজাও ব্রিটিস শিঙ্গে, ভম্‌ ভম্‌ ভম। বম্ বম্ বম্ব, বব, বম্ বম্ বম্ ॥ লাঞ্ছনার বাঘছাল, বঞ্চনার ঝুলি । এক মুখে পঞ্চানন, সাধে বলি শূলী। তিরস্কার পুরস্কার, অতুল বিভব। নিজ নিন্দা শ্ৰবণেতে, হোয়ে থাক শব। + Meredith Townsend fift to agra Spectator পত্রের সম্পাদক হইয়াছিলেন। ত্রীরামপুরে ইনি “সমাচার দর্পনের’’ সম্পাদক ছিলেন। + 5*a*to Government Translator.