পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । ১৬৫ গৃহস্থের কান্নাহাটী, রান্নাঘরে এসে । হাসিয়া ভাতের হাড়ী, জলে যায় ভেসে ॥ জোড়া পায় ঘোড়া নাচে, চাকা ডুবে জলে । কলের জাহাজ যেন, গাড়ী সব চলে । বালকে পুলক পায়, ভাসাইয়া ভ্যালা। কিলি কিলি মীন যত, পথে করে খালা । পথিকের দশা দেখে, নেত্রে জল ঝরে। উঠিছে পায়ের জুতা, মাথার উপরে। বিশেষতঃ রমণীর, ভাব চমৎকার । চলিতে চরণ বাধে, বস্ত্র রাখা ভার ীি ক্ষেত্রের নিৰ্ম্মল শোভা, দেখে পূর্ণ আশা। গেল ধবন্ধ, মহাননী, চাষ করে চাষা ॥ রসিকে রসিক সহ, ভাবে গদ গদ । সুখে কহে কর সার, বরষার পদ ॥ প্রেমরসে মত্ত দোছে, প্রেমাননী ঘোরে। হায় রে বরষা ঋতু, বলিহারি তোরে ॥