পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y Soyo কবিতাসংগ্রহ । ছায় রে কালীর ঘটী, হেরি তোর শোভা ছটা, गांरक्ष भरथ उठ्छद्र बूबउँौ ॥ গুনি য়ন ঘন ধ্বনি, অপার উল্লান্স গণি, চাতকিনী মুখধ্বনি করে। ফুথের যামিনী ভোর, মুখভরে মীনচোর, ঘোর দিয়ে ভ্ৰমে সরোবরে । মরাল মোদিত মনে, সঙ্গে লয়ে স্বীয়গণে, সন্তরণে না দেয় বিরাম । করি রব কুক্‌ কুক্‌, প্রকাশে মনের সুখ, ७ोश्क ७ोक्लिएझ् अविश्लोभ ? শুনিয়ে মেঘের নাম্ব, মত্তমতি মেঘনাদ,

  • ांमश्रूझे श्हेल जहिब्र । জলধর দেয় তাল, নৃত্য করে পালে পাল,

কাল পেয়ে প্রফুল্লশরীর । আর আর স্থলচর, জলচর শূন্যচর, চরাচর নিরসয়ে যেব । ছুইয়ে শীতলকায়, কেহ ধায় কেহ গায়, আত্মমত করে আত্মসেবা ॥ স্নান করি ধারা-জলে, শুামল বিমলদলে, তরুতলে নব শোভা ধয়ে । বিরহ বিশ্রামে ধেম, হাস্যরসপূর্ণ হেন, লুবাঙ্গন-আস্য শশধরে।