পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । ওই দেখ প্রতি দলে, कूबूनैिौ भू१ झन, ক্ষরিতেছে ছিম অশ্রীধারী ৷ ফুটিল কমলাবলী, অলি তাছে কুতুহলী, 祭 张 臀 n গুঞ্জরে মধুর স্বর, অঙ্গে ক্ষরে থর করs চকু মক্‌ চঞ্চল কিরণ ॥ গাইতে নলিনী-গুণ, • অতিশয় মুনিপুণ, গাও গাও উচিত তোমার । যথা যেই উপক্কত; তথা সেই উপঞ্জীত, . কৃতজ্ঞতা ধৰ্ম্মের আচার ॥ কিন্তু দেথ প্রজাপতি, রসপানে রত অতি, ফলে গুঞ্জ রব নাহি মুখে । অকৃতজ্ঞ নর যেই, তাহার তুলনা এই, রীতি হেরি-মঙ্গে লোক ক্ষুখে ॥ এইরূপ শরদের, নব শোভা প্রভাতের, প্রদীপ্ত হতেছে ক্ৰমে ক্রমে । হায় হায় একি ক্রত, চঞ্চল চরণযুত, হয়ে কাল ধরতিলে ত্ৰমে ॥ সে দিনে শরদ গেলো, আবার ফিরিয়ে এলো, মুখময় শারদীয় পূজা । ঘরে ঘরে দেখা যায়, আনন্দের স্রোত ধার, নিয়মিত দেবী দশভুজা ॥ Réసే