পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२>९ কবিত সংগ্ৰহ । এইরূপে দুই মাস, লয়ে সেনাজাল । করিলেন রঞ্জিকাৰ্য্য, শীত মহীপাল । বুসন্ত শুনিল সর, হিমের ব্যাভার । সুথের ধরণী রাজ্য, করে ছারখার ॥ প্রজা মধ্যে কোন মতে, সুখী নহে কেহ । শীত-ভয়ে থর থর, জর জর দেহ ॥ । ঘুচাইতে পৃথিবীর, দুঃখ সমুদয় । মনেতে হইল ভার, ক্রোধ অতিশয় ॥ দেখির কেমন সেই, দুষ্ট দুরাচার । এখনি হরিয়; লর, সর অধিকার | মলয়া পৰ্ব্বতে বসে, গোপে দিয়া পাক । দক্ষিণে বাতাস বলি, ছাড়িলেন হাক ॥ আইল দক্ষিণে রায়ু, শব্দ ফুরফুর। অকালে ডাকিলে কেন, রাজা ৰাহাদুর | রাজা কন সাজ সাজ, ৰীর সেনাপতি । অবনীমণ্ডলে চল, যাই শীঘ্ৰ গতি । কোন প্রজা সুখী নহে, শ্লীতের শাসনে । লইব তাহার রাজ্য, অভিলাষ মনে ॥ " কামের কামান তায়, লোভ গোল রেখে । গোটা দুই কোকিলেরে, শীঘ্ৰ লও ভেকে ॥ স্বকীয় সৈন্যের সহ, বসন্ত ভূপাল । সাইলেন অবনীতে, বিক্রম বিশাল ॥