পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ খণ্ড । যুদ্ধবিষয়ক | শীক সংগ্রাম । বিজ্ঞবর গবর্ণর, হিতবাক্য ধর । শঙ্কটে সমর সজ্জা, সম্বরণ কর ॥ নরবর গবর্ণর, মনে এই ভয় । রণে পাছে বকারে আকার যুক্ত হয়। যুদ্ধ হেতু ক্রুদ্ধভাব, লাগিয়াছে ধূম । উৰ্দ্ধভাগ রুদ্ধ করে, কামানের ধূম ॥ শীকের এবার বুধি, নাহিক নিস্তার। বিপক্ষ বিনাশ হেতু, ৰিক্রম বিস্তার ॥ ব্রিটিসের জয় জন্য, অভিলাষ মনে । এক হস্তে অস্ত্র ধরি, অগ্রসর রণে ॥ । আপনি চালাও সেন, রণক্ষেত্রে রয়ে । এমন কে করে আর, গবর্ণর হয়ে ? মহামতি সেনাপতি, সঙ্গে সঙ্গে যোড় । বিপক্ষের গুলি খেয়ে, মলো তার ঘোড়া ॥