পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રરના কবিতাসংগ্রহ । করিতে তুমূল যুদ্ধ, আমাদের সনে। লাহোরীয় প্রজাপুঞ্জ, সাজিয়াছে রণে ॥ আমরা তাদের সঙ্গে, রোকে রোকে রুকে । দাড়ি ধোরে দিৰ টান, বাড়ী মেরে বুকে ॥ অধিকার যদি পাই, শীকেদের ক্ষিতি । আমাদের প্রতি হৰে, ভূপতির প্রীতি। সাহসে করিবে যুদ্ধ, যত বুদ্ধি ঘটে। কোম ক্রমে নাহি যাবে, গোলার নিকটে। অকৰ্ম্মণ্য শক্তিশূন্য, আফিসর ধারা। ডাক পেয়ে ডাকযোগে, যুদ্ধে যান তার শিরে রাখ বিলুদল, মুখে বল হরি। সঙ্গে সঙ্গে চল সব, শুভ যাত্রা করি ॥ গায়ে দেহ চাপকান, পায়ে চট জুতি। মাথায় পাগড়ি বাধ, পর সাদা ধৃতি । দোবজ দোছট করি, চোট, কর মনে। হেঁচোট না খাও যেন, ঘোরতর রণে ॥ সাইনের অগ্রভাগে, যেওনাকে রুকে । চোট চাট কাট কাট, মালসটি মুথে । wరిధిestoppe.