পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8:Ջ কবিতাসংগ্ৰহ । এইবার বঁাচ ভার, ঘে প্রকার ঘোর ঘার, জোয় জার শোর সার তায় । জোরবল গোর জল, চল ঢল টল টল, ধরাতল রসাতল যায়। : গিলিজির লোক যত, সকলি করিয়া হত, সেফাই ঠুকিবে হুখে তাল। গরু জরু লবে কেড়ে, চাপদেড়ে যত নেড়ে, এই বেলা সামাল সামাল | ব্ৰহ্মদেশের সংগ্ৰাম । বীররসে বিভাসে, জুড়িয়া জোর তান। ছাড়িতেছে সেনা সব, রণজয়ী গান ॥ হইল বিবাদ-বহ্লি, বড় বলবান । না হয় নিৰ্ব্বাণ আর, না হয় নিৰ্ব্বাণ ॥ কত দূর ছুটে অগ্নি, নাহি পরিমাণ । ’ করুন ধরণী সুখে, নররক্ত পান ৷ এক গাড়ে গাড়িতে, মগের বাচ্ছা জান শ্বেত সেনাপতি যত, জলযানে যান ॥