পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম খণ্ড । বিবিধ বিষয়ক । কৃষ্ণের প্রতি রাধিক । তড়িৎগতি ছন্দ | হে নটবর, সর হে সর । ছি ছি কি কর, বসন ধর ॥ আমি অবলা, গোপের বালা । হলো কি জালা, ছুয়োন কাল ॥ করিলে ভারি, বিষম জারি। নয়ন ঠারি, বধিছ নারী ॥ তুমি হে শঠ, দারুণ নট । কুরব রট, রসিক বট ॥ কি হাস হাস, কি ভাষ ভাষ । লাজ না বাস, ভাব প্রকাশ ৷ গোপী-সমাজে, ব্রজের মাজে । এমন কাযে, মরিহে লাজে ॥ আসিয়া জলে, হৃদয় জলে । কপাল ফলে, কি ফল ফলে ॥