পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి(tు কবিতাসংগ্রহ। স্মেরমুখে শীতল, স্বভাব প্রকাশিত। হেরিয়া প্রশান্ত মন, হয় হরষিত । এইরূপ শুভ পথে, হাস্য মনোহর । তৃপ্ত করে জগতের, যাবৎ অন্তর। কেবল ঘৃণার হাস্যে, ঘৃণার প্রভাব । হাস্য নয় শুধু সেই, হীনতার ভাব । কাল কন্যার সহিত বৰ্ষ বরের বিবাহু । কাল-মুতী সৰ্ব্বনাশী, সংহারিণী যেই । বর্ষবরে বরমাল্য, দান করে সেই ॥ ভগ্নকালে, লগ্ন স্থির, মগ্ন সুখভোগে । শুভক্ষণে, শুভকৰ্ম্ম, গণ্ডগোলযোগে ॥ কিছু মাত্র লঘু নয়, সমুদয় গুরু । পুরোহিত নিশাকর, দিবাকর গুরু ॥ এ বরের নাপিত হইবে কোন জন । আপনি আপন মুণ্ড, করেন মুণ্ডন ॥ সুচারু শিবিকা দিবা, রাত্রি তার চাল । তাহাতে চড়িল বর, বারো চক্রপাল ॥