পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিরাজের প্রতি মেনকা । ജ= = স্বপনে হেরিয়া তারা, তারকারী ঝুরে ধারা, ধরণীধরেন্দ্ৰদারা, শোকে সারা শয্যা হতে উঠিল । কান্দিয়া ব্যাকুল রাণী, মুখে নাহি স্বরে বাণী, শিরে হানি পদ্মপাণি, গিরির নিকটে শীঘ্র ছুটিল । সঙ্গে সঙ্গে ছুটে দাসী, ভয়ে কাপে দ্বারবাসী, স্বামির সমীপে আসি, রোদনবদনে রাণী কহিছে । না হেরে উমার মুখ, নাহি মুখ একটুক, সদা দুখ ফাটে বুক, দিবানিশি খেদে তনু দহিছে ॥ দুখে দগ্ধ হয় দেহ, দুহিতারে আনি দেহ, উমা বিনা নাহি কেহ, ভবে মন স্থির নাহি রহিছে ।