পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বষরি নদী। এীষ্মের প্রতাপবলে, পূৰ্ব্বে ছিল ধরতিলে, কৃশা নদী বালিকার প্রায় । না ছিল রসের রঙ্গ, • ধূলায় ধূষর অঙ্গ, তরঙ্গের রসহীন তায় ॥ রাজ্য হলো বরষার, জীবনে যৌবন তার, পয়োধর প্রভাবে সঞ্চার । হেলে হেলে চলে যায়, বিপুল লাবণ্য তায়, সলিলে সুখের নাহি পার ॥ അബ e বাবু দ্বারকানাথ * * * মৃত্যু । যক্ষ দক্ষ নাগ রক্ষ, সকলি তোমার ভক্ষ্য, এত খেয়ে নাহি মেঠে খাই । ভয়ানৰ নাম মৃত্যু, . শুনিলেই হয় মৃত্যু, হারে মৃত্যু তোর মৃত্যু নাই ? নাশিতেছ এই বিশ্ব, অথচ না হও দৃশু, অদৃশু শরীর ভয়ঙ্কর ।