পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ অগোচর বস্তু যারা, তোমার গোচর তারা, বিকট বদন ছাড়া নয় । গয়ায় করিয়া বাস, ভূত প্রেত কর নাশ, কিছুতেই অরুচি না হয়। ভৗমতর নিশাচর, । নাম শুনে জর জর, शंद्र थंद्र कँॉ८° नब्र*ांs । সে রাক্ষস তব আগে, রেণু তুল্য কোথা লাগে, রাক্ষসের রাক্ষস মরণ ॥ . রাক্ষসের অধিপতি, বিক্রমে বিশাল অতি, কুড়ি হস্ত দশ মুণ্ড যার। তুমি তার সব বংশ, ত্রেতাযুগে করি ধ্বংস, একেবারে করিলে আহার ॥ রক্তবীজ যুদ্ধ কালে, কত রক্ত দিলে গালে, কত খেলে নাহি তার লেখা। তবেতো জানিতে পারি, উদর কেমন ভারি, বেঁচে থেকে যদি পাই দেখা ৷ কুরুক্ষেত্রে মুক্তমুখে, ভক্ষণ করিলে সুখে, কুরুকুল পাণ্ডুকুল যত। কুশলের শেষ করি, মূষলের বেশ ধরি, যদুকুল করিয়াছ হত ॥ সংগ্রামে করিয়া বল, মঙ্গলের অমঙ্গল, , দাড়াইয়া গিজিনীর গেটে। ২৩

  • 6را ح