পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্ৰহ । किष्ट्राउद्दे नश् छूडे, নিয়ত বদন রুষ্ট, দুষ্ট ক্ষুধা কেমন প্রবল । नन ननौ था७ उबू. নিৰ্ব্বাণ না হয় কভু, প্রজ্জ্বলিত জঠর অনল ॥ পল পাত্র কাল মদ্য, উপচার দ্রব্য অদ্য, মত্ত সদা খাদ্য গুণ গেয়ে । বার বার বারযোগে, পুষ্ট তমু দুষ্টভোগে, মাস মাস মাস মাস খেয়ে ৷ ধিক ধিক ওরে যম, পৃথিবীতে তোর সম, অধম না দেখি আর হেন । দেখা পেলে বিধাতায়, বিশেষ সুধাব তায়, তোর স্বষ্টি করিলেন কেন । পড়িয়া ভবের ঘোরে, কি আর কহিব তোরে, দুর দূর প্লাপী দুরাচার। এত দ্রব্য দিলি দাতে, প্রাণের দ্বারকানাথে, তবু তুই করিলি আহার ॥ গুণে বশ দিগদশ, গান করে যার যশ, কাল তুই কাল হলি তার। এই দুেখ সবে ক্ষুণ্ণ, হয়ে স্বীয় শোভাশূন্ত, জগৎ করিছে হাহাকার ॥

õፃ