পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२b°० কবিতাসংগ্ৰহ । নিৰ্ম্মল নয়নে কর, কৃপাদৃষ্টি দান। একভাবে ভাব মনে, সকল সমান ॥ মাঙ্গলিক সব কার্য্যে, স্নেহ যেন পাই । শুধু সুবিচার চাই, শুধু সুবিচার চাই ॥ আমাদের মনে আর, অন্য ভাব নাই । শুধু সুবিচার চাই ॥ f দুৰ্জ্জন তস্কর ভয়ে, ভীত লোক সব । চারিদিকে উঠিয়াছে, হাহাকার রব । ধনীরূপে খ্যাতাপন্ন, জমীদার যারা । নীলামের শক্ত দায়ে, মারা যায় তারা ॥ শমনের সহোদর, নীলকর যত । ধনে প্রাণে প্রজাদের, দুখ দেয় কত । অত্যাচার দেশে যেন, নাহি পায় ঠাই। শুধু সুবিচার চাই, শুধু বিচার চাই ॥ আমাদের মনে আর, অন্য ভাব নাই ? শুধু সুবিচার চাই ॥