পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( : s ) ঘটনাছে । কারক ও ক্রিয়ার চিহ্নগত যে কিছু ভেদভাব লক্ষিত হয়, তাহ ধৰ্ত্তব্য নছে। যে দেশকেই কোন এক ভাষার স্থান বলিয়) ধরা যায়, সেই দেশেরই ভিন্ন ভিন্ন ভাগে কারকের চিহ্ন ও ক্রিয়ার তাকার-গত কিছু কিছু ভিন্নভাব লক্ষিত হয় । বঙ্গালী ভাষার দেশও সেই নিয়মের অধীন। বাঙ্গালীর দক্ষিণাঞ্চলে যেমন্স কারকচিহ্ন ও ক্রিয়ার আকার-গত কিঞ্চিৎ প্রভেদ দেখিতে পাওয়া যায়, সেইরূপ ঐ সীমান্তৰ্ব্বত্তী স্থানের উত্তর ও পূর্বাঞ্চলেও ঐরূপ ভেদ ভাব বরং অধিক রূপে দৃষ্ট হয় ; এমন কি, বরং দক্ষিণাঞ্চলের ভাষা, মনোযোগ সহকারে শুনিলে প্রায়ই সম্পূর্ণ বুঝিতে পারা যায় ; উত্তর ও পূর্ব অঞ্চলের বাঙ্গালী ভাষা এমনি কদৰ্য যে, তাহা আপাততঃ শুনিলে বিভিন্ন বোধ হয় , বিশেষ মনোযোগ পূর্বক শ্রবণ ও অনুধাবন না করিলে তাহার অধিকাংশই দুৰ্ব্বোধ থাকে। কিন্তু তন্নিবন্ধন উত্তর পূৰ্ব্বাঞ্চলের ভাষাকে কেহই বাঙ্গালা হইতে ভিন্ন স্বতন্ত্র ভাষা বলেম না । তবে কারক-fচহ্ন ও ক্রিয়ার কোন কোন স্থলে কিঞ্চিৎ ভেদ দেথিয়। সমধিক সাদৃশ্যবর্তী দক্ষিণাঞ্চলীয় ভাষাকে কি একটা পৃথক্ ভাষা বলা উচিত ? কি হেতু অবলম্বনে দক্ষিণাগুলীয়fদগের কথিত ভাষা স্বতন্ত্র বলিয়া নির্দেশ করা হয় তাহার মৰ্ম্ম বুঝা দুষ্কর ( এস্থলে সম্বলপুর বিদ্যালয় সমূহের সুযোগ্য ডেপুটী ইনস্পেক্টর, উড়িষ্যা নিবাসী তীয়ুক্ত বাবু বিচ্ছন্দ পাটনায়েক