পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ० ) সহণয়ের বিরচিত উড়িয়া-ভূগোলের উড়িয়া ভাষা বিষয়ক প্রস্তাবের কতিপয় পংক্তি, এবং উড়িয়া ভাষয় পুস্তক রচয়িতা ক্রীযুক্ত বাবু ফকিরমোহন সেমাপতির কৃত জীবন-চরিতের বিজ্ঞাপনের কয়েক পংক্তি, উদ্ধত করিয়া দেওয়৷ যাইতেছে , সহৃদয় ব্যক্তি মাত্রেই সুস্পষ্ট বুঝিতে পরিবেন যে, যাহারা উড়িষ্যর আদিম নিবাসী বুদ্ধিমান, র্তাহারাও তাপনীদের পুস্তকে উড়িয়াকে স্বপ্রধান ভাষা বলিয়া অঙ্গীকার করিতেছেন মা ; বরং উহাকে বিশুদ্ধ বাঙ্গালারই অপভ্রষ্ট বলিয়। স্বীকার করিতেছেন । অত্যন্ত আহ্বাদের বিষয় এই যে তাহার। বাঙ্গালা ও উড়িয়াকে একই ভাষা কহিতেছেন বলিয়া আমার এই ভাষা-বিষয়ক ক্ষুদ্র পুস্তকের এ সময় বড় সহকারিত হইতেছে ; কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে যাহারা উড়িষ্যার আদিম নিবাসী নছেন ও বহু বিস্তুত বাঙ্গালী ভাষায় বিশেষজ্ঞ বা উহার মৰ্ম্মাববোধে সমর্থ লছেন, র্তা ছারা উড়িয়া ও বাঙ্গালাকে পৃথক ভাষা কছেন । - বিচ্ছন্দ পাটনায়েক বাবুর উড়িয়া ভূগোলের ভাষ৷ সমালোচনার ২৫শের পৃষ্ঠা। পূর্বকার সমালোচনা মনে করিলেই নিম্নলিখিত কয়েক পংক্তি-স্থিত অপভ্রষ্ট কয়েকটি শব্দ বুঝা যাইবে । “ভারতবর্ষবাদী হিন্দুমানষ্কর এক ভাষা মুছে । বাসস্থান ভেদে সেমালে ভিন্ন ভিন্ন ভাষায় কথাবাৰ্ত্ত কহস্তি। মাত্র সেমানস্কর সকল ভাষা সংস্কভৰু উৎপন্ন অথবা