পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१ ) প্রক্ষালন শব্দ হইতে সমুৎপন্ন ও উহারি অপভ্রন্ট ; এই শব্দ এখন বিশুদ্ধ বাঙ্গালীয় অবিকল ব্যবহার হয় লণ বটে কিন্তু পূর্বে প্রচলিত ছিল, তাহার প্রমাণ কবিকঙ্কন চণ্ডাতে দৃষ্ট হয় ; ঘথ। “প্রাণ পাই পাইলে পখিল’ ইত্যাদি । পানি —জল ; ভদ্রলোকে জল শঙ্গ স্থানে পানি শবদ প্রয়োগ করেন না, কিন্তু বাঙ্গালার সর্বত্র ইতর জাতির জল শ দ স্থলে পানি শ দই ব্যবহার করিয়া থাকে এবং চণ্ডীতেও দৃষ্ট হয় ; যথ * মেঘুে যেন পানি পশল ” । লেহি—রসবিশেষ ; সৰ্ব্বদা দক্ষিণাঞ্চলে হাত পণ প্রভৃতি ফুলিলে লেউ বা লোছ পড়িয়ছে এরূপ প্রয়োগ করিতে শুনা যায় ; কিন্তু রক্ত অর্থে ব্যবহার করে ; এইট দক্ষিণ দেশীয়দিগের ভুল হাত পা ফুলিলে রসই নামে; রক্ত নহে; শোথের কারণ রস ; রক্ত নহে; এবং এই অর্থে “লেtছ” শব্দকে বাঙ্গালীর কবিকঙ্কন স্বীকার করিয়া স্বীয় গ্রন্থে ব্যবহার করিয়াছেন যথা ‘লোচলের লোহেতে মলিন মুখশশী;” ; এস্থলে চক্ষুর জল, রক্ত মহে। নেউটী— ফিরিয়! অস! বা ঘুরে আশি এই অর্থে প্রয়োগ করিতে দেখা যায় ; যদি ইহার প্রয়োগ বিশুদ্ধ বাঙ্গালীন এক্ষণে শ্রত হয় না কিন্তু প্রাচীন গ্রন্থে চণ্ডীতে উছার প্রয়োগ অাছে, যথা • পুন না নেউটবে যে\বম ’’ । থরণ –রেীয় ; এই শব্দ বাঙ্গালী বিশেষণ খর শ দ হইতে সমুৎপন্ন ও উহfর অপভ্রংশ, বাঙ্গালার সৰ্ব্বত্র ইত্তর জাতির রৌদ্র স্থানে থর শ দ প্রয়োগ করিয়া